ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে মাদক সম্রাট আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
আদিতমারীতে মাদক সম্রাট আটক ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৫কেজি গাঁজাসহ মাদক সম্রাট রবিউল ইসলামকে (৪৫) আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিউল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার বাংলানিউজকে জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক নিজ বাড়িতে রেখে বিক্রি করছেন মাদক সম্রাটখ্যাত রবিউল ইসলাম, এমন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় তার বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।