ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এক কবরস্থান থেকে ৩ কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এক কবরস্থান থেকে ৩ কঙ্কাল চুরি

জামালপুর: জামালপুর সদরে একই কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার (১ নভেম্বর) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের নাকাটি কবরস্থানে এই ঘটনা ঘটেছে। যাদের কঙ্কাল চুরি হয়েছে তারা হচ্ছেন— নাকাটি গ্রামের মৃত নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিন। গত ৭-৮ মাস আগে তাদের মৃত্যু হয়।

কেন্দুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান কালু জানান, ২০১৭ সালে নাকাটি গ্রামের রেললাইনের পাশে কবরস্থানটি গড়ে তোলা হয়। এখান ২৫-৩০টি কবর রয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন দেখেন, ৩টি কবরের মাটি খোঁড়া এবং সেখানে কঙ্কাল নেই। সোমবার দিনগত মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করেছে বলে ধারণা তার।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান, বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।