জামালপুর: জামালপুরের ইসলামপুরে দেড় বছর বয়সী অজ্ঞাত এক কন্যাশিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ (আগারী) ব্রিজের নিচ থেকে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়দের বরাত দিয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, সকালে স্থানীয়রা আনুমানিক এক থেকে দেড় বছর বয়সী শিশুটির মরদেহ ব্রিজের নিচে পানিতে ভাসতে দেখে। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।
শিশুর মৃত্যুর কারণ জানতে জামালপুর জেলা মর্গে মরদেহটি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এনএইচআর