ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর আহ্বান কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।  

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে মোটেল জর্জ এর সম্মেলন কক্ষে রাঙামাটিতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের বেসিক মেডিক্যাল ওয়ার্কারদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিভিল সার্জন বলেন, সরকারের যে কর্মসূচি আছে তা দুর্গম এলাকায় বাস্ততবায়ন করা সম্ভব নয়। তাই স্বাস্থ্যবিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এনজিও যারা কাজ করছে, স্বাস্থ্য সুরক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। কর্মদক্ষতা বাড়াতে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে পার্বত্য এলাকার স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

রাঙামাটি হিল ফ্লাওয়ার এর নির্বাহী পরিচালক ডা. নীলু কুমার তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই খ্রিস্টিয়ান হাসপাতালের মেডিক্যাল পরিচালক ডা. প্রবীর খিয়াং, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, হিল ফ্লাওয়ারের প্রকল্প সমন্বয়কারী জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাসাং মারমা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।