ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
সাভারে পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১

সাভার: সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্প পুলিশের দুই সদস্যকে মারধর করেছে বালু শ্রমিকরা। এ ঘটনায় জুয়েল মিয়া (২৭) নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. আব্দুল কুদ্দুস।

এর আগে, সোমবার (০১ নভেম্বর) বিকালে সাভারের পঞ্চবটির বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় হানিফের চায়ের দোকানে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জুয়েল পিরোজপুরের জেলার নেছারাবাদ থানার জিলবাড়ি গ্রামের খালেক মিয়ার ছেলে।  

এছাড়া এজাহারভুক্ত বাকি আসামিরা হল, জুয়েলের ভাই রুবেল(৩০), কালাম মিয়া(২০), মোহাম্মদ আলী(৩৫),  বাবুর্চি ইলিয়াস মিয়া(৩৫),  কবির(২৫), সজল(২৪), তোতা(৩৫), ফয়সাল(৩০), লোকমান(৩৫), লালটু মিয়া(৪৫)। তারা সবাই বিরুলিয়া এলাকার লাল্টু মিয়ার বালুর ড্রেজারে শ্রমিক হিসেবে কাজ করত।

মামলার এজাহারে জানা যায়, সোমবার বিকেলে সাভারের পঞ্চবটির বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় হানিফের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। সেখানে চা খাওয়াকে কেন্দ্র করে দোকানে বিতর্ক শুরু করে অভিযুক্তরা। পরে অভিযুক্তদের বিতর্ক থামানোর চেষ্টা করে শিল্পাঞ্চল পুলিশ-১ এর দুইজন কনস্টেবল। পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করে। পরিচয় জানতে পেরে পুলিশদের অকথ্য ভাষায় গালাগালি করে তারা। এক পর্যায়ে দোকানের পাশে থাকা বাঁশের ও কাঠের লাঠি দিয়ে প্রায় ১২ জন বালু শ্রমিক পুলিশ সদস্যদের মারধর করে।

এসময় গ্রেফতারা জুয়েলের লাঠির আঘাতে পুলিশ সদস্য নূর হোসেনের মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাভার থানায় মামলা দায়ের করেন পুলিশ সদস্য কনস্টেবল সৌরভ কুমার।

সৌরভ কুমার বলেন, আমরা দুই পুলিশ সদস্য দাপ্তরিক কাজ শেষে পুলিশ সদর দপ্তর থেকে আশুলিয়া আসছিলাম। আসার সময় আমরা বিরুলিয়া স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। তখন এ ঘটনা ঘটে। কনস্টেবল নূর হোসেন এখন শঙ্কামুক্ত। তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাভার থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে মূল আসামি জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০২,২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।