ফরিদপুর: ফরিদপুরের বেয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুরাদ বিশ্বাস (২৪) নামে এক নছিমনচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, মুরাদ মঙ্গলবার কানাইপুর থেকে নছিমনে আলু বোঝাই করে চিতারবাজার আসছিলেন। পথে হাসামদিয়া ব্রিজের কাছে এলে নছিমনের এক্সেল ভেঙে গেলে নছিমনটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক মুরাদ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এসআই