ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চলতি মাসেও ঘূর্ণিঝড়ের আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
চলতি মাসেও ঘূর্ণিঝড়ের আভাস ফাইল ছবি

ঢাকা: বর্ষা মৌসুম বিদায় নিলেও ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটেনি। চলতি নভেম্বরে সাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

যার মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

ঢাকা আবহাওয়া অফিস থেকে নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্যই জানারো হয়েছে।

আবহাওয়া অধিদফতের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত পূর্বাভাসটি কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে- নভেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১ টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী কুয়াশা পড়বে। প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।

আর কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দৈনিক গড় বাস্পীভবন ২ দশমিক ৭৫ মিলিমিটার থেকে ৩ দশমিক ৭৫ মিলিমিটার। গড় সূর্য কিরণকাল হবে ৫ থেকে ৬ ঘণ্টা।

এদিকে অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ নভেম্বর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রায় হ্রাস পাবে।

মঙ্গলবার (২ নভেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।