ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে ভেসে উঠলো বস্তাবন্দি ৩৬টি কবুতর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
পুকুরে ভেসে উঠলো বস্তাবন্দি ৩৬টি কবুতর! কবুতর।

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে বাড়ির ছাদ থেকে চুরি হওয়া কবুতর বস্তাবন্দি অবস্থায় ভেসে উঠলো বাড়ির পরিত্যক্ত পুকুরে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে পরিত্যক্ত পুকুরে দুটি বস্তা ভাসতে দেখে তাৎক্ষণিক গুরুত্ব দেননি কবুতরের মালিক প্রবাসী আল মামুনের স্ত্রী আমেনা।

 

পরে পরিবারের সদস্যরাও সেটা দেখেন এবং সন্দেহ হলে বস্তা দুটি পুকুর থেকে উদ্ধার করে বাড়ির আঙিনায় নিয়ে আসেন। বস্তা খুলে দেখেন ভেতরে ইটের টুকরো এবং ৩৬টি কবুতর। যার দাম ছিলো প্রায় দেড় লাখ টাকা।  

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চলাভাঙ্গা গ্রামের প্রবাসী আল মামুন তার বাড়ির ছাদে ১৮ জোড়া কবুতর পুষতেন। সব কবুতরই ছিল উন্নত ফেন্সী (বিদেশি) জাতের। গত শুক্রবার সকালে আল মামুনের স্ত্রী আমেনা খাতুন কবুতরকে খাবার দিতে গিয়ে দেখতে পান ঘরে একটা কবুতরও নেই। পরে তারা ভেবেছেন কবুতর চুরি হয়ে গেছে।

মামুনের ভাই নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, অবুঝ প্রাণীদের এভাবে মেরে ফেলে কি লাভ? যারা এই কাজ করেছে তারা অমানুষ।
প্রবাসী মামুনের স্ত্রী আমেনা খাতুন বলেন, অনেক কষ্ট পেয়েছি। আমি কবুতরগুলোকে সন্তানের মত পরিচর্যা করতাম। কবুতরগুলো মেরে না ফেলে নিয়ে যেত তাহলেও কষ্ট কিছুটা কম পেতাম।  

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।