নওগাঁ: চাকরিতে কোটার সংখ্যা এবং সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখা।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশিদের কাছে এ স্মারকলিপি দেন তারা।
নওগাঁ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সভাব চন্দ্র হাড়ী জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগে ৮০ শতাংশ কোটা বাস্তবায়ন এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আমাদের জন্ম পেশা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপারি করা। আমরা অন্য কোথায় চাকরি করতেও পারি না। জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে হরিজনদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে পরীক্ষার মাধ্যমে। যেহেতু হরিজন সম্পদায়ের মানুষ পড়াশোনায় কম সেক্ষেত্রে এসব চাকরিতে আমাদের চেয়ে অন্য সম্প্রদায়ের মানুষ বেশি সুযোগ পাবে। তাই সরকারের কাছে আমাদের দাবি এসব চাকরিতে হরিজনদের কোটার সংখ্যা এবং সুযোগ সুবিধা বাড়ানো।
এসময় সেখানে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের মহা সচিব রাম্ভই নাথ, নওগাঁ হরিজন ঐক্য পরিষদের আহ্বায়ক রতন হাড়ী, মানু বাসভোড়সহ হরিজন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরএ