হবিগঞ্জ: হবিগঞ্জে সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে অষ্টম শ্রেণির দুই ছাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের সত্তর মিয়ার ছেলে রাহুল তালুকদার (১৮) ও সদর উপজেলার শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে ফারুক মিয়া (১)।
আহত শিক্ষার্থীদের নাম সাদিয়া আক্তার ও পান্না আক্তার। তারা বানিয়াচং উপজেলার মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ইনাতখানী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে রাহুল তালুকদার, সাদিয়া ও পান্নাসহ কয়েকজন প্রাইভেটকারযোগে হবিগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিলেন। কালারডুবা পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তারা আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল আহতদের পানির নিচ থেকে উদ্ধার করে।
পরে তাদেরকে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের একজনকে সিলেটে ও অন্যজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় হতাহতের পরিচয় নিশ্চিত করেছেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ।
এদিকে, একইদিন হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ গ্রামে মাইক্রোবাস চাপায় মারা যায় এক বছর বয়সী ফারুক।
এ ঘটনায় গাড়িটি নিহত শিশুর বাবার বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এনএইচআর