ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

১০ লাখ মানুষকে দুধের উপকারিতা জানিয়েছে ডানো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
১০ লাখ মানুষকে দুধের উপকারিতা জানিয়েছে ডানো

ঢাকা: দেশব্যাপী ১০ লাখের বেশি মানুষের কাছে দুধের পুষ্টি ও উপকারিতা বিষয়ে জানিয়েছে জনপ্রিয় মিল্ক পাউডার ব্র্যান্ড ডানোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (০২ নভেম্বর) ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডানোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ২০২১ সালের শুরুতে দেশব্যাপী ১০ লাখেরও বেশি মানুষের কাছে দুধের পুষ্টি ও উপকারিতা জানাতে উদ্যোগ নেয়।  

পূর্বনির্ধারিত ১০ লাখ মানুষের কাছে দুধ এবং পুষ্টির উপকারিতার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা দেশব্যাপী সবগুলো বিভাগে সর্বমোট ৭,৩১৯টি সেশন পরিচালনা করে। এতে তারা সর্বমোট ১ দশমিক ৩ লাখ মানুষের কাছে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সেশনগুলো ২০২টি তৈরি পোশাক কারখানাসহ মোট ১,৮৪৫টি এলাকায় পরিচালনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য দেন আরলা ফুডস বাংলাদেশের হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ।

গালিব বিন মোহাম্মদ বলেন, ‘মানুষের জন্য মানসম্মত পুষ্টি নিশ্চিত করার দায়বদ্ধতা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকি। সরবরাহ ব্যবস্থাপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াতে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এর ফলে গ্রাহকরা পরিপূর্ণ আস্থা সহকারে আমাদের পুষ্টিকর ও সুস্বাদু পণ্য নিতে পারেন। ’

আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ বলেন, ‘আমাদের কার্যক্রম পরিচালনাকারী সব জায়গাতেই আমরা পারিপার্শ্বিক পরিবেশের প্রতি দায়িত্বশীল। আমরা শুধুমাত্র আমাদের পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিতেই বদ্ধপরিকর নই বরং পুষ্টি সংক্রান্ত সচেতনতা সৃষ্টি ও আমাদের ব্যবসা খাতের উন্নয়নেও আমরা সচেষ্ট। ’

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত প্রতিষ্ঠানটির এফএসএসসি ২২০০০ (ভার্সন ৫) সার্টিফিকেশন প্রাপ্ত প্যাকেজিং প্ল্যান্ট ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে বর্তমানে রয়েছে ডানো পাওয়ার, ডানো গ্রোথ শক্তি এবং ডানো ডেইলি পুষ্টির মত দারুণ জনপ্রিয় সব দুধের ব্র্যান্ড। যা প্রতি মাসে প্রায় ১ দশমিক ২ কোটি বাংলাদেশি ভোক্তাদের সাশ্রয়ী দামে দুধের পুষ্টির চাহিদা পূরণ করে চলছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।