ঢাকা: সরকার ফেইসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিষয়টি নিশ্চিত করলেও খুলে দেওয়ার দিনক্ষণ জানায়নি।
বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, “আমরা ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারের দেওয়া তালিকা অনুযায়ী তারা দুটি ফ্যানপেইজ ও বেশ কয়টি ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে।
“ফেইসবুক কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ বিভিন্ন সাইট ও তালিকার ব্যাপারে আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিলেই ফেইসবুক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ”
বিটিআরসি-র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক মেজর রাকিবুল হাসানও বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে একই কথা জানান।
ফেইসবুক সূত্র অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ফেইসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ২০ জন। এর মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সের ব্যবহারকারীর সংখ্যা ৫৭ দশমিক ৭ ভাগ।
গত ২৯ মে সাময়িকভাবে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়। ওই দিন ফেইসবুকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে মাহবুব আলম নামে এক যুবককে আটক করে র্যাব।
বাংলাদেশের স্থানীয় সময়: ১৪১০ ঘন্টা, ৩ মে, ২০১০
আরএস/কেএল/জেএম