ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে একটি টিনসেড বাসায় গলায় ফাঁস দিয়ে আভা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে সাতারকুল আ. হামিদ রোডে এ ঘটনা ঘটে।
আভা শরিয়তপুরের সখিপুর উপজেলার বালিয়াকান্দি গ্রামের মোহন মোল্লার মেয়ে। সাতারকুলের একটি স্কুলে ৫ম শ্রেণির ছাত্রী ছিল সে।
আভার বাবা মোহন বাংলানিউজকে জানান, স্ত্রীসহ তিনি এলাকাতে একটি খাবারে হোটেল চালান। তাই তারা কাজে ছিলেন। সকাল থেকে দুই ভাইবোন বাসাতে ছিল। দুপুরে খবর পান আভা গলায় ফাঁস দিয়েছে। তখন দৌঁড়ে বাসায় গিয়ে দেখেন প্রতিবেশিরা তাকে ধরাধরি করে বাসা থেকে বের করছে। এরপর তিনি অচেতন অবস্থায় মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসায় ছোট ভাই আবিরের সঙ্গে দুষ্টুমি করার সময় কোনো কারণে এমনটি ঘটাতে পারে বলে তার ধারণা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, স্বজনরা দাবি করছে সে গলায় ফাঁস দিয়েছে। বিস্তারিত তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে। আর মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এজেডএস/জেডএ