বরিশাল: ভাবির সঙ্গে নিখোঁজ হয়েছেন ননদ। তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের।
নিখোঁজরা হলেন মাহিলাড়া গ্রামের আব্দুর রব হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়ে রোজী আক্তার লিজা (২৫) এবং পুত্রবধূ আখি আক্তার (২৬)।
আবদুর রব হাওলাদার জানান, গত শুক্রবার তার মেয়ে রোজী আক্তার লিজা ও পুত্রবধূ আখি আক্তার পরিবারের কাউকে কিছু না বলে মাহিলাড়া গ্রামের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এমনকি তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ।
নিখোঁজ ননদ-ভাবিকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এমএস/জেএইচটি