ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ননদ-ভাবি নি‌খোঁজ, বন্ধ মুঠোফোন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
ননদ-ভাবি নি‌খোঁজ, বন্ধ মুঠোফোন  প্রতীকী ছবি

বরিশাল: ভাবির সঙ্গে নিখোঁজ হয়েছেন ননদ। তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ।

ছয় দিন ধরে ‘রহস্যজনকভাবে’ তাদের নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
 
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের।

নিখোঁজরা হলেন মাহিলাড়া গ্রামের আব্দুর রব হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়ে রোজী আক্তার লিজা (২৫) এবং পুত্রবধূ আখি আক্তার (২৬)।  

আবদুর রব হাওলাদার জানান, গত শুক্রবার তার মেয়ে রোজী আক্তার লিজা ও পুত্রবধূ আখি আক্তার পরিবারের কাউকে কিছু না বলে মাহিলাড়া গ্রামের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এমনকি তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ।  

নিখোঁজ ননদ-ভাবিকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ন‌ভেম্বর ০৪, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।