রাজশাহী: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী শুক্রবার (৫ নভেম্বর) থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিজেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাজশাহীতে প্রতিদিনের তুলনায় অনেক কম যাত্রীবাহী বাস চলাচল করছে। মালিকরা বাস চালাতে আগ্রহী নয়। সেইসঙ্গে করোনা মহামারির কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা। এ মুহূ্র্তে বাস ভাড়া বাড়ানোরও কোনো উপায় নেই। তাই বাস চালাতেও আগ্রহ নেই মালিকদের। এজন্য ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে আগামী শুক্রবার থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসএস/আরবি