ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগানগেট সংলগ্ন ফুটপাত থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নীল রঙের কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে তার পেটের নিচে ও কোমরে পুরনো দগ্ধ চিহ্ন দেখা গেছে। ওই ব্যক্তি সংলগ্ন বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
তবে মরদেহ উদ্ধারের সময় আরমান নামে এক তরুণ বলেন, ওই ব্যক্তিকে দুইদিন ধরে ফুটপাতে পড়ে থাকতে দেখছি। এর আগে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাতে দেখেছিলাম।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এজেডএস/এনএসআর