ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় এক ট্রাক সেগুন কাঠ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
কুমিল্লায়  এক ট্রাক সেগুন কাঠ জব্দ

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অভিযান চালিয়ে ৩০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোর ৪টার দিকে মহাসড়কের সুয়াগাজী চেকপোস্ট এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়।

বনবিভাগ জানায়, কুমিল্লায় অবৈধ কাঠবাহী ট্রাক ঢোকার খবর পেয়ে সুয়াগাজী চেকপোস্টের ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। ট্রাকটি ফেনী পার হয়ে মহাসড়কের কুমিল্লা অংশে প্রবেশ করলে পেছন থেকে ধাওয়া করেন বনকর্মীরা। পরে চেকপোস্ট এলাকায় পৌঁছালে সামনে থেকে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় গাড়ি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। জব্দ করা কাঠের বাজারমূল্য পাঁচ লাখ টাকা।

এ বিষয়ে কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, অভিযানে ট্রাক ও কাঠ জব্দ করা হয়েছে। অবৈধ কাঠ পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।