রাজবাড়ী: রাজবাড়ীতে ৭কেজি গাঁজাসহ হান্নান শরিফ ওরফে বাবু (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্ব একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করেন।
বাবু রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকার মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে।
পরিদর্শক জিল্লুর রহমান জানান, সদরের বিনোদপুর (লোকোশেড সংলগ্ন) এলাকায় বাবুর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিক বস্তা থেকে ৭টি পলিথিনের ব্যাগে এক কেজি করে মোট ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
জেডএ