ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা-শ্রীপুর সড়কে রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
নিহতরা হলেন-গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে পাগলা থানার আহা আলীর টেক নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, কফিল, নায়েব ও আমিরসহ কয়েকজন ব্যাটারি চালিত অটোরিকশায় করে পাগলার গাড়ারন গ্রামে আব্দুল ওয়াদুদ নামে এক মসজিদের ইমামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে আহা আলীর টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নায়েব আলী মারা যান। এসময় আহত হন অটোরিকশার আরো আট যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কফিল এবং আমির মারা যান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোড রোলার মেশিনটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
এসআই