ঢাকা: নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার(০৪ নভেম্বর) জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, নূরুন্নবী চৌধুরী এবং সালমা চৌধুরী উপস্থিত ছিলেন।
কমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরিত করার জন্য সুপারিশ করেছে।
বৈঠকে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) র্শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ বৈঠকে চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে সুপারিশ করা হয়।
বৈঠকে যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের আধুনিকায়ন ও শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ০৪,২০২১
এসকে/এসআইএস