ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
গৌরনদীতে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৫ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি থেকে আহতদের উদ্ধার করা হচ্ছে

বরিশাল: বরিশাল গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

আহতদের নাম জানা যায়নি।

স্টেশন অফিসার বিপুল জানান, সকালে ঢাকা থেকে পাঁচজন চায়না প্রকৌশলীকে নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টের উদ্দেশে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি থেকে আহতাবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ন‌ভেম্বর ০৪, ২০২১
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।