ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নাজমুল হাসান

মৌলভীবাজার: ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার প্রধান আসামি তফাজ্জল আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে মৌলভীবাজার পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

এ হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা বৃহস্পতিবার ভোরে ঢাকার কমলাপুর এলাকা থেকে নাজমুল হত্যা মামলার প্রধান আসামি তফাজ্জল আলীসহ তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তফাজ্জলের কাছ থেকে পাসপোর্ট, এমিরেটস এয়ারলাইন্সের টিকিট, মোবাইল ফোন, চারটি বিদেশিসহ পাঁচটি সিম কার্ড ও ৩৩৮ দিরহাম উদ্ধার করা হয়। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নাজমুলের সঙ্গে তফাজ্জল আলীর দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার, বালু ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ চলছিল। নাজমুল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুস মিয়ার ছেলে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে চৈত্রঘাট বাজারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় ব্যবসায়ী নাজমুলকে। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জের চৈত্রঘাট বাজারে মাইক্রোবাস থেকে নেমে নয় থেকে ১০ জনের সংঘবদ্ধ একটি দল ব্যবসায়ী নাজমুলের ওপর হামলা করছে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।