সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের একটি সড়কের কাজ শেষ না হতেই ফাটল দেখা দিয়েছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে করায় এলাকাবাসী বাধা দিলেও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধ সেই বাধা উপেক্ষা করে শেষ করা হচ্ছে সড়কটির কাজ।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে পাথালিয়া ইউনিয়নের নবীনগর থেকে কুড়গাঁও আঞ্চলিক সড়কের নতুন পাড়া এলাকায় সড়কে ফাটল দেখা দেয়। পরে দুপুরে এলাকাবাসী সেই সড়কের কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করতে বলে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের কাজ শেষ না বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী সড়কের কাজ বন্ধ করে দিলে স্থানীয় চেয়ারম্যান পারভেজ দেওয়ান এসে কাজ শুরু করতে বলে এবং এলাকাবাসীর কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানেকে কাজ করতে দেওয়ার অনুরোধ করে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে।
স্থানীয় ও প্রকৌশলী সূত্রে জানা যায়, এ আর এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। কাজটি প্রায় অর্ধ কোটি টাকায় হচ্ছে। সকালে রাস্তায় ঢালায় দেওয়া হয়েছে। রাস্তা একটু শুকাতেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বাংলানিউজকে বলেন, এতো তাড়াতাড়িই কি রাস্তা ফেটে যায়? নির্মাণ সামগ্রীর ভেতর ভেজাল আছে। সিমেন্ট তো দেই নি। অনেক উপদানই কম আছে।
আরেক বাসিন্দা রহমত বলেন, সড়কে ফাটলের বিষয়টি যখন পুরো ছড়িয়ে পড়ে তখন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাড়াহুড়ো করে সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল বন্ধ করে দেন। কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তের দাবি জানাই।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সেখানে সমস্যাটা হচ্ছে কিছু রাজনৈতিক ব্যাপার ছিলো দুই গ্রুপের। আমরা যখন রাস্তার কাজ করি দিনের আলোতে ক্রেক হয়েছিল পরে আমরা আবার সেখানে পানি দেই। আর এখানে এতটুকু ক্রেক (ফাটল) কেনো হলো সেটা নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর অভিযোগ তুলতে থাকলো। তারপর লোকজন জড়ো হলো। ইঞ্জিনিয়াররা সবাই ছিলো। সেই জায়গা থেকে সবাইকে বোঝানোর পর সবাই বুঝে কাজ করতে দিয়েছে আমাদের। এরপর ইউএনও স্যার, প্রোকৌশলী স্যারসহ সবাই এখানে এসে বসে মিটিং করে বলেছে ‘ইজ নট ফ্যাক্ট’।
সাভার উপজেলা প্রকৌশলী সালহে হাসান পরামানিক বাংলানিউজকে বলেন, সড়কে ঢালাইয়ের পর পানির অভাবে সামান্য ফাটল দেখা দিয়েছে। এটা বড় কোনো সমস্যা নয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সকালে ঝুট দিতে দেরি করেছে। পানি দিতে দেরি করা কিছু কিছু জায়গায় ফাটল ধরেছিলো। সড়কের কাজ আর মাত্র ১০ মিটারের মত বাকি আছে। এটা শেষ হলেই কাজ শেষ।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনটি