ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যান নিয়ন্ত্রণের জন্য অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নয়টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। বেশ কয়েকজন চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাস খোলার পর ভারী যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যায়। এর ফলে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগেন। যানবাহন নিয়ন্ত্রণে ডিএমপি কমিশনার বরাবর আমরা একটা লিখিত চিঠি দিয়েছি। এরপরই আজ আমরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসকেবি/আরআইএস