ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নয়াপাড়া শিবির থেকে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
নয়াপাড়া শিবির থেকে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক নয়াপাড়া শিবির থেকে ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই ব্লক থেকে সন্ত্রাসী খালেক গ্রুপের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোরে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি একনলা লম্বা বন্দুক ও দু’টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. নুর (৩৭) ও মো. জোবায়ের (১৯)।  

১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, আই ব্লকের কবরস্থানের পাশে ৭/৮ জন সন্ত্রাসী ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে ১৬ এপিবিএন নয়াপাড়া ক্যাম্পের এএসপি মো. তারেক সেকান্দারের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্ত্রাসী মো. নুর (৩৭) ও মো. জোবায়েরকে (১৯) আটক করা হয়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দু’টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অনুসন্ধানে জানা যায়, দু’জনই সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইন-শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।