ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত ...

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত পৌঁনে ৮টার দিকে পৌরশহরের রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন মাগুরা জেলার কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী মারুফা বেগম (৩০) তার ছেলে মাহিন (৪)।  

জানা যায়, চাকরির সুবাদে পরিবারটি গোবিন্দগঞ্জে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে মিজানুর স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শহরের রাজমতি মার্কেট থেকে থানা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে দায়িত্বরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।