সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে৷ আগুন নেভাতে ৬ ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় জুতা তৈরির ৫ তলা ভবনে এ আগুনের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আব্বাস আলী বাংলানিউজকে বলেন, সরকার মার্কেটে আগুন লাগার পর আমাদের এখান থেকে ৪টি ইউনিট গিয়েছে। আগুনের সূতপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
অপর দিকে সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বেলাল বাংলানিউজকে বলেন, আমাদের এখান থেকে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে গিয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
কেএআর