সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি জুতা তৈরি কারখানায় আগুন লাগার প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আব্বাস আলী।
তিনি জানান, রাত ১২টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার টরেস ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড জুতা তৈরির ৫ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পূরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। আগুনের সূতপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি৷
আরও পড়ুন >>> আশুলিয়ায় জুতার কারখানায় আগুন
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
কেএআর