ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা।

বরিশাল: বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের পর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে যুবলীগের জেলা ও নগর যুবলীগের নেতা-কর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।