ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঠেগামুখ সীমান্ত সড়কের কাজ দ্রুত শেষ হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ঠেগামুখ সীমান্ত সড়কের কাজ দ্রুত শেষ হবে

রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, রাঙামাটির বরকল উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ঠেগামুখ সীমান্ত সড়কের কাজ শুরু হয়েছে। আগামী এক-দু’বছরের মধ্যে কাজ শেষ হবে।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটির শিল্প ও ব্যবসাবান্ধব সম্ভবনা, সম্প্রসারণ করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

বাজারফান্ডের জায়গার বিষয়ে এমপি দীপংকর বলেন, যাদের জায়গা আছে তারা ঋণ পাবেন। এতে কোনো সমস্যা থাকার কথা না। তবে ভূমি রেজিস্ট্রি যে জটিলতা রয়েছে তা ভূমি কমিশনের সিদ্ধান্ত ছাড়া আপাতত বলা যাচ্ছে না।

দীপংকর বলেন, বিলাইছড়ি-কাপ্তাই সংযোগ সড়কের কাজ শুরু করা হবে। একনেকে বিলটি পাস হয়েছে। কয়েকদিনের মধ্যে টেন্ডার দেওয়া হবে। কাপ্তাই হ্রদের যোগাযোগের প্রধান বাধা কচুরিপানা। দীর্ঘবছর ধরে যাত্রীরা সমস্যায় পড়ছেন। এজন্য সমস্যাটি সমাধানে কাজ করা হবে।

এমপি বলেন, রাঙামাটি পর্যটন শহর। পর্যটন খাতের উন্নয়নসহ ব্যবসা-বাণিজ্যের প্রসারে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা হবে। সেনাবাহিনী অভিযান শুরু করেছে। এই অভিযান অব্যাহত রয়েছে।

রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী নেতারা সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।