ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় ২ দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
দীঘিনালায় ২ দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্প ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্প ও চিকিৎসা সেবা শুরু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে দীঘিনালা ডিগ্রী কলেজে সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা।


 
এ সময় বাংলাদেশ লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গর্ভনর সাহিনা রহমান, দীঘিনালা জোন কমান্ডার লে. কর্ণেল মো. তৌহিদুল ইসলাম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেমসহ লায়ন্স ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় বিনামূল্যে আয়োজিত আই ক্যাম্প ও চিকিৎসা সেবা কার্যক্রমে দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নের ৬ হাজার পাহাড়ি বাঙালি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, ৩২ জন ডাক্তার ও বিশেষজ্ঞ চিকিৎসক চোখের সমস্যা, মেডিসিন ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে এ সেবা দিচ্ছেন। যাদের চোখের অপারেশন করা প্রয়োজন পরবর্তীতে তাদের চট্টগ্রাম নিয়ে অপারেশন ও চশমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।