ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘুম থেকে জাগানোয় বাবাকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ঘুম থেকে জাগানোয় বাবাকে পিটিয়ে হত্যা

কক্সবাজার: ঘুম থেকে ডেকে তোলায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় রুহুল কাদের (৫৫) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তার পাষাণ্ড ছেলে।  

শনিবার (১৩ নভেম্বর) ভোর ৬টায় উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বাংলানিউজকে জানান, ওই গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকা ধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে তোলেন। এত ভোরে ঘুম থেকে জাগানোয় রেগে যান ছেলে শহীদুল। পরে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাবা-ছেলে। একপর্যায়ে বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন শহীদুল। খবর পেয়ে প্রতিবেশীরা রুহুলকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজারর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।