ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এক ‘শাপলাপাতা মাছ’ ৩ লাখে বিক্রি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এক ‘শাপলাপাতা মাছ’ ৩ লাখে বিক্রি!

বরগুনা: বরগুনা জেলার তালতলী উপজেলা মাছ বাজারে ১৫ মণের একটি শাপলাপাতা মাছ তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে ৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন মাছ বাজারে ব্যবসায়ী খলিলুর রহমান।

মাছ ব্যবসায়ী খলিলুর বাংলানিউজকে বলেন, ১১ নভেম্বর সকালে কুয়াকাটার মহিপুর খান ফিস মৎস্য আড়ৎ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় মাছটি নিয়ে এসে তালতলী উপজেলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসছি। এখন খুচরা বাজারে ৫০০ টাকা কেজি দরে মাছটি কেটে কেটে বিক্রি করেছি। মাছটি বিক্রি হবে ৩ লাখ টাকা।

এ বিষয়ে বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে একাধিক বার ফোন দেওয়া হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।