ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আলোচিত একরাম হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আলোচিত একরাম হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেফতার

ফেনী: আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি জিয়াউর রহমান বাপ্পিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১২ নভেম্বর) দুপরে ফেনী সদর উপজেলার ধোনসাদ্দা এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাপ্পি ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের মো. হানিফের ছেলে। তারা ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

বাপ্পির পিতার নাম মো. হানিফ হলেও চার্জশিটে আজিজ নাম লেখা হওয়ায় তাকে গ্রেফতারের পর এই নিয়ে একটু জটিলতা দেখা দিয়েছে। পরবর্তী সময়ে পুলিশ বাপ্পিকে ৫৪ ধারায় আদালতে চালান দিয়ে আদালতকে বিস্তারিত অবহিত করেন।  আদালতে পিতার নাম সংশোধন করে তাকে  গ্রেফতার দেখানো হবে বলে জানা যায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি জিয়াউর রহমান বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বাবার নাম ও চার্জশিটে উল্লেখ করা আসামির বাবার নামের সঙ্গে অমিল রয়েছে। নাম সংশোধনের চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

২০১৪ সালের ২০ মে প্রকাশ্য দিবালোকে ফেনী শহরের অ্যাকাডেমিতে একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে নৃংশসভাবে হত্যা করে স্থানীয় আওয়ামী লীগ প্রতিপক্ষের দুর্বৃত্তরা। ১৩ মার্চ ২০২১৮ এই মামলার রায়ে ফেনীর জেলা ও দায়রা জজ আমিনুল হক ৩৯ জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। বর্তমানে এই মামলায় ২৩ জন আসামি জেল হাজতে রয়েছেন।  

পালাতক রয়েছেন ১৬ জন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে রুটি সোহেল নামে একজন জামিনে থাকা অবস্থায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।  মামলার শুরু থেকে পালাতক রয়েছেন ১০ জন। জামিন নিয়ে পালাতক রয়েছেন আরও ৯ জন।

একরাম হত্যার ৫ বছর: ধরা পড়েনি ফাঁসির ১৭ জনসহ ১৯ আসামি 

উচ্চ আদালতে ঝুলে আছে আ. লীগ নেতা একরাম হত্যার বিচার
 

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এসএইচডি/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।