ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাক চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ফেনীতে ট্রাক চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর  প্রতীকী ছবি

ফেনী: ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।  

শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাগলনাইয়া মুহুরীগঞ্জের মহাসড়কে ইকবাল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকামুখী লেনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নুর উদ্দিন ও স্ত্রী আকলিমা আক্তার নিহত হয়েছেন। তাদের বাড়ি ফেনীর পূর্ব গোবিন্দপুর।

ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকসহ (ঢাকা মেট্রো ট-০৮৪৫) ড্রাইভার জামান ও হেলপার আলামিনকে আটক করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘন্টা, নভেম্বর ১৩, ২০২১ 
এসএইচডি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।