ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পর্যটন শিল্পের বিকাশে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
পর্যটন শিল্পের বিকাশে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে ...

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি নতুন রেস্ট হাউসের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

তার সফর সঙ্গী ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, শ্যামনগরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, শ্যামনগরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব আলী আজম বলেন, সরকার পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের বিকাশে যোগাযাগ ব্যবস্থার উন্নয়নসহ বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।