ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইউএনও আসছে জেনে পালালো বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ইউএনও আসছে জেনে পালালো বর

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসছে জেনে বিয়ের আসর থেকে পালিয়েছে বর, কাজী। এতে পণ্ড হয়েছে বাল্যবিবাহ।

প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যসোসিয়েশন ‘সুভা’র সদস্যদের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো পঞ্চম শ্রেণির এক ছাত্রী ।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে সৈয়দপুর শহরের গার্ডপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গার্ডপাড়ার মো. ভলুর মেয়ে পঞ্চম শ্রেণি ছাত্রীর সঙ্গে চিলাহাটির ফরিদ (২০) এর বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিবাহর খবর পেয়ে সুভা’র সদস্যরা ইউএনওকে খবর দেয়। ইউএনও আসার খবর পেয়ে পালিয়ে যায় বর। পরে প্রশাসন এসে বাল্যবিবাহ বন্ধ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন বলেন, সুভার সদস্যদের মাধ্যমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন কথা জানতে পারি। পরে প্রশাসনকে পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়। তবে তার আগে বর ও কাজি পালিয়ে যায়। পরে প্রাপ্ত বয়সের আগে মেয়েটিকে বিবাহ দিবে না মর্মে মেয়ের মার থেকে মুচলেকা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।