ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাবলু-বাসেত মজুমদারের নামে শোক প্রস্তাব সংসদে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
বাবলু-বাসেত মজুমদারের নামে শোক প্রস্তাব সংসদে ফাইল ছবি

ঢাকা: সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া সাবেক এক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সাবেক পাঁচ এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

রোববার (১৪ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের উদ্বোধনী দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উপস্থাপন করেন।

যাদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে তারা হলেন- ড. মিজানুল হক, সাবেক সংসদ সদস্য (পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ, কিশোরগঞ্জ-৪ আসন); জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি (চতুর্থ জাতীয় সংসদ, চট্টগ্রাম-৬ ও দশম জাতীয় সংসদ, চট্টগ্রাম-৯ আসন); মো. ফজলুল হক আসপিয়া, সাবেক এমপি (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, সুনামগঞ্জ-৪ আসন); মকবুল হোসেন, সাবেক এমপি (তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ, পাবনা-২ আসন); আলী ওসমান খান, সাবেক এমপি (দ্বিতীয় জাতীয় সংসদ, ময়মনসিংহ-১৭ ও চতুর্থ জাতীয় সংসদ, নেত্রকোণা-৪) এবং শেখ সাহিদুর রহমান, সাবেক এমপি (তৃতীয় জাতীয় সংসদ, খুলনা-৪ আসন) ।

এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের সহধর্মীনি ও বর্তমান এমপি অপরাজিতা হকের মা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কুলসুম জামান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ আবু নছর, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আজিজুর রহমান রাঙা, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব বরেণ্য অভিনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. ইনামুল হক, প্রখ্যাত মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদ, জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার ও বর্ষীয়ান সাংবাদিক রফিকুল হক দাদুভাই, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কাজী সামসুল আলম, সংসদ সচিবালয়ের সাবেক যুগ্মসচিব মো. আব্দুস শহীদ ও  সহকারী সচিব মো. আইউব আলী খান।

পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।