ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনী কাজে শিক্ষার্থীদের ব্যবহার, প্রার্থীকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
নির্বাচনী কাজে শিক্ষার্থীদের ব্যবহার, প্রার্থীকে শোকজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করায় লিখিত ব্যাখ্যা চেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে কেদার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফা অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষ্ণুপুর নয়আনা গ্রামে তার বাড়িতে শিক্ষার্থীদের ডাকেন ওই চেয়ারম্যান প্রার্থী। অগ্রিম ছুটির ঘণ্টা বাজিয়ে দেওয়া হলে শিক্ষার্থীরা মিছিল সহকারে দীর্ঘ চার কিলোমিটার পথ হেঁটে তার বাড়িতে গেলে সেখানে তাদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন প্রধান শিক্ষক ফজলুর।

বৈঠকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুর শিক্ষার্থীদের মাধ্যমে মোটরসাইকেল প্রতীকে তাদের বাবা-মা ও আত্মীয় স্বজনের কাছে ভোট প্রার্থনা করেন।

এ সময় ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুর শিক্ষার্থীদের বলেন, তোমরা তাদের কাছে ওয়াদা নেবে, তারা যেন অবশ্যই মোটরসাইকেল প্রতীকে ভোট দেন। এ ঘটনায় নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর আহমেদ মাছুম রোববার বিষয়টি অবগত হয়ে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য কেদার ও কচাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দুটি পৃথক চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে মৎস্য কর্মকর্তা শাহাদৎ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুরকে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ বিধি ১১(২) ভঙ্গের দায়ে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তার লিখিত ব্যাখ্যা চেয়ে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

অপরদিকে বিদ্যালয়চলাকালীন ছাত্রীদের নিজ বাড়িতে আপ্যায়নসহ তাদের নির্বাচনী মিছিল ও প্রচারণার কাজে সম্পৃক্ত করায় বিদ্যালয় পরিচালনার সম্পূর্ণ বিধিলঙ্ঘন। এজন্য কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে পাঠানো নোটিশ প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর আহমেদ মাছুম বাংলানিউজকে জানান, বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গেই ওই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।