ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনে হট্টগোল দেখতে গিয়ে প্রাণটাই গেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
নির্বাচনে হট্টগোল দেখতে গিয়ে প্রাণটাই গেল প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হামিদুল হক (৩৫) মারা গেছেন।  

রোববার (১৪ নভেম্বর) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হামিদুর সদরের দক্ষিণ ধানঘড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এর আগে ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা বলেন, ভোটের দিন কেন্দ্রটিতে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় দেরি হওয়াতে উত্তেজনা দেখা দেয়। লোকজন হট্টগোল শুরু করে বিদ্যালয়ের গ্রিল ভেঙে ফেলে। এ সময় ব্যালট বাক্সসহ মালামাল গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় হামলা করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে ঘটনা দেখতে যাওয়া হামিদুল গুলিবিদ্ধ হন।  

নিহতের শ্যালক আরিফুল ইসলাম বলেন, দক্ষিণ ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই হামিদুলের বাড়ি। ভোটকেন্দ্রে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে হামিদুল মারাত্মকভাবে আহত হন। তার বুকে, কপালে, নাকে, পেটে ও মাথায় ১৫-২০টি রাবার বুলেট লাগে।  

তিনি আরও বলেন, ওই রাতেই গুরুতর আহত হামিদুলকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানার পরিদশক (তদন্ত) মো. আব্দুর রউফ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।