ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আসছে শীত, বেড়েছে ব্লেজারের চাহিদা 

ডি এইচ বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আসছে শীত, বেড়েছে ব্লেজারের চাহিদা 

ঢাকা: শীত মৌসুমে পুরুষদের পছন্দ ব্লেজার। শীতের ফ্যাশন হিসেবে এ পোশাকের চাহিদা বাড়ছেই।

তাই শীত এলেই ব্লেজারের দোকানগুলোতে রংবেরঙের ব্লেজার কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এক সময় ব্লেজার শুধুমাত্র পুরুষরা পরলেও এখন দেশের চিরাচরিত ফ্যাশনের চলমান ধারায় পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। পুরুষের পাশাপাশি নারীরাও ফ্যাশনেবল পোশাক হিসেবে ব্যবহার করছে ব্লেজার ও জ্যাকেট।

শীতকে আরও বৈচিত্র্যের রঙে রাঙাতে বাজারে উলের ব্লেজার, সুতির ব্লেজার, জর্জেট ব্লেজার, স্টিচ ফেব্রিক ব্লেজার, রেডিমেড ব্লেজার পাওয়া যায়।

শীতে ফ্যাশনেবল ব্লেজার ছাড়াও বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল ব্লেজারও বাজারে রয়েছে। এসব ক্যাজুয়াল ব্লেজারের মধ্যে থাকছে জ্যাকেট টাইপ ব্লেজার, ডেনিম ব্লেজার, ভেলভেট ব্লেজার, লেদার ব্লেজার ও মখমল কাপড়ের ব্লেজার।

রাজধানীর নিউমার্কেট, পলওয়েল মার্কেট, গুলিস্থান হকার্স মার্কেট ঘুরে দেখা যায়, শীতের আগমনে বিভিন্ন ডিজাইন ও রংবেরঙের ব্লেজারে দোকান সাজিয়ে রাখা হয়েছে। তবে এসব মার্কেটের শোরুমের চেয়ে ফুটপাতে ব্লেজারের বিকিকিনি বেশি। পলওয়েল মার্কেটের লিজা ফ্যাশনের মালিক হাজী লুৎফর রহমান বলেন, ব্লেজার বছরের সব সময় কম বেশি বিক্রি হয় কারণ অফিসে, পার্টিতে, সবজায়গায় ব্লেজার ব্যবহার হচ্ছে। বিশেষ করে চাকরিজীবী ছেলেরা শীতের পোশাক হিসেবে ব্লেজার বেশি পছন্দ করেন। এখন মেয়েরা শাড়ি বা সালোয়ার-কামিজসহ বিভিন্ন পোশাকের সঙ্গে ব্লেজার পরছেন।

তিনি বলেন, একরঙা কাপড়ের ব্লেজারের চাহিদা সব চেয়ে বেশি, তবে চেক, স্ট্রাইপ ডিজাইনের কাপড় দিয়ে ব্লেজার বানানো শৌখিন ক্রেতার সংখ্যাও দিন দিন বাড়ছে।

আজিমপুর থেকে ব্লেজার কিনতে আসা মুকুল মৃধা বলেন, শীতকালে নতুন নতুন ফ্যাশনেবল অসংখ্য রঙের ব্লেজার বাজারে আসছে। তাই বছরের অন্য সময়ের চেয়ে এ সময়ে মার্কেটগুলোতে ব্লেজার কিনতে আসা ক্রেতা যেমন বেশি। সেই সঙ্গে দামও বেশি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।