ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেলমন্ত্রীর শিডিউল বিপর্যয়, ২ ঘণ্টা পর এলেন অনুষ্ঠানে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
রেলমন্ত্রীর শিডিউল বিপর্যয়, ২ ঘণ্টা পর এলেন অনুষ্ঠানে রেলমন্ত্রী এসে না পৌঁছানোয় ফাঁকা অনুষ্ঠানের মঞ্চ

ঢাকা: কমলাপুর রেলস্টেশনে ট্রেনের মতো শিডিউল বিপর্যয় হলো রেলমন্ত্রীরও! একটি অনুষ্ঠানে তিনি প্রায় ২ ঘণ্টা দেরিতে পৌঁছেছেন।

সোমবার (১৫ নভেম্বর) রেল দিবস উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

দুপুর ২টায় ওই অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও বিকেল পৌনে ৪টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মী, দর্শক ও মন্ত্রীকে স্বাগত জানাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটরা নির্দিষ্ট সময়ে রেলমন্ত্রীর না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা বলেন, আমরা দুপুর দুইটার আগে থেকেই এখানে অপেক্ষা করে আছি। অথচ এখন পর্যন্ত মন্ত্রী আসেননি। সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি হয়ে এটি অবশ্যই তার কাছ থেকে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকেন সেটা সত্য, কিন্তু একটি প্রোগ্রামে দুই ঘণ্টা দেরি হবে সেটা আগে থেকে জানানো হবে না, বিষয়টি মেনে নেওয়া কষ্টকর।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্ত্রী রওনা দিয়েছেন। তিনি জ্যামে আটকা পড়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন।

পরে বিকেল ৩টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।