ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সহকারী শিক্ষকের ঘুষিতে প্রধান শিক্ষক হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
সহকারী শিক্ষকের ঘুষিতে প্রধান শিক্ষক হাসপাতালে

লালমনিরহাট: অনুপস্থিতি কেটে উপস্থিতির স্বাক্ষর করতে নিষেধ করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সহকারী শিক্ষকের ঘুষিতে রক্তাক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে (৫৮) হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।

আহত প্রধান শিক্ষক নজরুল ইসলাম উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী আদর্শপাড়া গ্রামের মৃত হাসমত উল্লাহর ছেলে। তিনি নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ভূপতি রঞ্জন রায় গত বছর নারী ঘটিত অভিযোগে সাময়িক বরখাস্ত হন। যা কয়েক মাস আগে সাময়িক বরখাস্তদেশ স্থগিত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ে আসেননি। ফলে নিয়মানুযায়ী তার হাজিরা খাতায় অনুপস্থিত লিখে রাখেন প্রধান শিক্ষক (ভার) নজরুল ইসলাম।

সোমবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ে এসে হাজিরা খাতা নিয়ে অনুপস্থিতি কেটে স্বাক্ষর করার চেষ্টা করেন সহকারী শিক্ষক ভূপতি। এতে বাধা দিলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামেকে এলোপাতারি মারধর ও কিল ঘুষি মারেন সহকারী শিক্ষক ভূপতি। এতে প্রধান শিক্ষক নজরুলের নাক ফেঁটে রক্ত বের হয়। তখন প্রধান শিক্ষকের চিৎকার শুনে পাশের রুমের শিক্ষকরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় হামলার বিচার চেয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক ভূপতি রঞ্জন রায়ের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক নজরুল।

নামুড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন বিপ্লব বাংলানিউজকে বলেন, বিদ্যালয়ে অনিয়মিত থাকার কারণে সহকারী শিক্ষক ভূপতিকে বারংবার মৌখিক বলা হয়েছে। কিন্তু তিনি তা কর্ণপাত করেননি। নিয়মানুযায়ী অনুপস্থিত শিক্ষক কর্মচারিদের হাজিরা খাতা ঠিক রাখতে কমিটির সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত ভূপতির খাতায় অনুপস্থিত লিখেছেন। এ কারণে ভূপতি প্রধান শিক্ষকের ওপর আক্রমণ করেছেন। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভূপতির বিরুদ্ধে বিধিমত ব্যবস্থা নেওয়া হবে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।