ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পিস্তলসহ সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
গাজীপুরে পিস্তলসহ সন্ত্রাসী আটক

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানাধীন বেগমপুর এলাকা থেকে পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৪ নভেম্বর) দিনগত রাতে বেগমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সুমন খাঁন (৩৩)। তিনি স্থানীয় বেগমপুর এলাকার মো. জামাল উদ্দিন খাঁনের ছেলে।  

র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানির পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, র‌্যারের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানাধীন বেগমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী সুমনের ঘরের খাটের তোষকের নিচ থেকে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে সন্ত্রাসী সুমনকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১  
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।