ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়: দোরাইস্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়: দোরাইস্বামী

দিনাজপুর: বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি করে না দাবি করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, অনুপ্রবেশসহ সীমান্ত সুরক্ষায় এবং কখনো কখনো নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গুলি চালাতে বাধ্য হতে হয়।

সোমবার (১৫ নভেম্বর) দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সীমান্তে হত্যা বন্ধে বিএসএফকে নির্দেশনা দেওয়া আছে উল্লেখ করে দোরাইস্বামী বলেন, ভারত কখনোই চায় না কোনো সীমান্তে প্রাণহানি ঘটুক।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করলে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে বলে জানান ভারতীয় হাইকমিশনারা।

আরও পড়ুন: সীমান্তে হত্যা ন্যক্কারজনক ঘটনা: দোরাইস্বামী

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।