ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ নিয়োগে নীলফামারী এসপির সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পুলিশ নিয়োগে নীলফামারী এসপির সতর্কতা

নীলফামারী: সারা দেশে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) পদে নিয়োগ পরীক্ষা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলায় শারীরিক সক্ষমতা যাচাইয়ের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে

মঙ্গলবার (১৬ নভেম্বর) হতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী বাংলাদেশ পুলিশ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাবেন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেনো এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তা নিশ্চিত করতে নীলফামারী জেলা পুলিশ ইতোমধ্যেই সব প্রস্তুতি গ্রহণ করেছে।

কোনও অসাধু ব্যক্তি বা চক্র যেনো এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো রকম বাণিজ্য করতে না পারে সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারীর জেলা পুলিশের ফেসবুক পেজে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এ ধরনের কোনো অপতৎপরতা দৃষ্টিগোচর হলে জেলা পুলিশ, নীলফামারীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

নীলফামারী জেলায় নিয়োগ সংক্রান্তে কোনরকম আর্থিক লেনদেনে কেউ জড়িত হলে প্রার্থী ও দালাল সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একমাত্র শারীরিক ও লিখিত পরীক্ষার যোগ্যতাই হবে নিয়োগের মাপকাঠি।

এছাড়া এ রকম তথ্য পেলে নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, মোবাইল নম্বর-০১৩২০১৩৫৩০০ জানানোর অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।