ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে আব্দুর রহমান ও আব্দুল্লাহ নামে তিন বছরের জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের কবিরাজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

শিশুদের বাবা জসিম উদ্দিন পেশায় একজন পল্লী চিকিৎসক।

শিশুর চাচাতো ভাই আকরাম জানান, দুপুরে আব্দুর ও আব্দুল্লাহ বাড়ির সামনে খেলছিল। এসময় তাদের মা শারমিন আক্তার ঘরে রান্নার কাজ করছিল। খেলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই বাড়ির একজন পানিতে দুই জোড়া জুতা ভাসতে দেখে। পরে শিশু দুজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসান বলেন, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বাংলানিউজকে বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।