ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফোনে কথা বলা নিয়ে কলহ, যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
ফোনে কথা বলা নিয়ে কলহ, যুবকের আত্মহত্যা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ফোনে কথা বলা নিয়ে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে সজল ফকির (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে তার মরদেহ ময়নাতদন্ত বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।

এর আগে রোববার (১৪ নভেম্বর) রাতে এ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয় বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম। সজল আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে বাবার সঙ্গে বাক বিতণ্ডা হয় সজলের। পরে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এতে সজল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সজল ফকিরের বাবা শাহজাহান ফকির জানান, ফোনে কথা বলা নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এতে ছেলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ কারণে অভিমান করে সজল ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

এদিকে একইদিন উপজেলার মোহনকাঠি গ্রামের বাদল বালীর স্ত্রী সেলিনা বেগম (৪০) পারিবারিক কলহের জেলে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর বাংলানিউজকে জানান, কীটনাশক পানে দুজন অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএস/এনএইচআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।