ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ির সামনে পেয়ে ৩ ভাইকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
বাড়ির সামনে পেয়ে ৩ ভাইকে কুপিয়ে জখম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নিজ বাড়ির সামনে পেয়ে তিন ভাইকে কুপিয়েছে প্রতিপক্ষ।

সোমবার (১৫ নভেম্বর) আহতদের মধ্যে কৃষক মনিরুজ্জামান (৩৮) বিচার চেয়ে পাঁচজনের নামে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেন।

আহত মনিরুজ্জামান উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।

অভিযোগে জানা গেছে, বাড়ির পাশের একটা জমি নিয়ে মনিরুজ্জামানের সঙ্গে প্রতিবেশী মৃত ধন মামুদ সরকারের ছেলে সারোয়ার হোসেনের বিরোধ রয়েছে। ১৯৭৭ সালে কেনার পর থেকে জমি নিজ দখলে নিয়ে চাষাবাদ করছেন কৃষক মনিরুজ্জামান। সেই জমি জবর দখলের চেষ্টা করছেন সারোয়ার হোসেন। যা নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন। গত শুক্রবার (১২ নভেম্বর) ওই জমি থেকে নিজের রোপণ করা আমন ধান কেটে বাড়ি ফিরছিলেন মনিরুজ্জামান। ধান নিয়ে প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে আসার সময় সারোয়ার দল বল নিয়ে ধান কেড়ে নেন এবং তাকে মারধর করতে শুরু করেন। খবর পেয়ে মনিরুজ্জামানের চাচাত ভাই আজিজুল ইসলাম (৫২) ও আসাদুল ইসলম (৪০) ঠেকাতে আসেন। এসময় মনিরুজ্জামান ও তার দুই চাচাতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন সারোয়ার ও তার লোকজন।

পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে পরদিন শনিবার (১৩ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য আসাদুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

এ ঘটনায় আহত মনিরুজ্জামান বাদী হয়ে পাঁচজনের নামে সোমবার থানায় একটি লিখিত অভিযোগ করেন। তবে এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।