ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিমার ২৫ কোটি টাকা আত্মসাৎ, ৩৫ জনের নামে চার্জশিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
বিমার ২৫ কোটি টাকা আত্মসাৎ, ৩৫ জনের নামে চার্জশিট

ঢাকা: পরস্পর যোগসাজশে বিমা প্রিমিয়ামের অর্থ আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজারসহ এক্সিম ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে ২০২০ সালের ৯ নভেম্বর জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছিল দুদক। এ প্রেক্ষিতে গত ২৯ জুলাই সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপক মো. আবুল কাশেমকে গ্রেফতার করে দুদক।

আসামিরা হলেন- সাধারণ বিমা করপোরেশনের মো. আবুল কাশেম, মো. জহিরুল ইসলাম, মুসা আহমেদ, মুহাম্মদ মিজানুর রহমান, ড. শেলিনা বেগম, মো. জসিম উদ্দিন আখন্দ, উপেন্দ্র চন্দ্র দাস, এ,এফ,এম আশরাফুল আলম, কাজী আসরাফুল হক, সাহানারা আফরোজ, মো. আমিরুল ইসলাম, মো. আলতাফ হোসাইন, ফয়েজ আহাম্মদ, মো. আওলাদ হোসেন, গৌতম কুমার দেবনাথ। মো. আসাদুজ্জামান খান, চুনী লাল দেবনাথ, মেহবুব মোর্শেদ, মো. রইছ উদ্দিন, মো. আবুল বাসার চৌধুরী, কাজী আহসান উল্লাহ, অজিত কুমার ঘোষ, মো. মিজানুর রহমান সরকার, মো. নুরুল আলম, মো. আনোয়ার হোসেন, ড. স্বপন কুমার রায়, ড. শিরীন আক্তার জাহান, ড. মুহাম্মদ শাহরিয়ার বাসার, ড. মালা খান, মোহাম্মদ নাজিম জামান, ড. মো. তুষার উদ্দীন, দিপা ইসলাম, মিসেস নাসরিন আক্তার, মোছেনা বেগম ও মো. মিলন।

বাংলাদেশ সময়:২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।